এসএসসি পদার্থবিজ্ঞান ব্যবহারিক সিলেবাস
SSC Physics Practical Syllabus for 2020 S.S.C Examination
- একটি আায়তাকার বস্তুর একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও বস্তুর আয়তন নির্ণয়।
- প্রয়োজনীয় উপকরণ : স্লাইড ক্যালিপার্স, আয়তাকার বস্তু
- একটি বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের পস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়।
- প্রয়োজনীয় উপকরণ : স্কু গজ, তার
- একটি ঢালু তক্তার উপরে মর্বেল গড়িয়ে পড়তে দিয়ে গড় দ্রুতি নির্ণয়।
- প্রয়োজনীয় উপকরণ : ১ মিটার কাঠের তক্তা, মিটার স্কেল, মার্বেল, থামা ঘড়ি
- নানাবিধ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন প্রকার গতির মডেল প্রদর্শন
- প্রয়োজনীয় উপকরণ : লম্বা দড়ি, চকের গুড়ো বা চুন
- ১০০ মিটার দৌড়ে শিক্ষার্থীদের দ্রুতি নির্ণয় এবং তা লেখচিত্রে বিশ্লেষন।
- প্রয়োজনীয় উপকরণ : মিটার স্কেল, থামা ঘড়ি, দড়ি অথবা মাপ ফিতা
- কোনো বস্তুর উপর প্রযুক্ত বল পরিমাপ – স্প্রিং নিক্তির সাহায্যে।
- প্রয়োজনীয় উপকরণ : স্প্রিং নিক্তি, বস্ত যার ওজন নিতে হবে।
- সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে শিক্ষার্থীদের ক্ষমতা নির্ণয়।
- প্রয়োজনীয় উপকরণ : থামা ঘড়ি।
- বায়োমাস থেকে বায়োগ্যাস উৎপাদন।
- প্রয়োজনীয় উপকরণ : গোবর, চাউলের তুষ, কাঠের গুড়া, প্লাস্টিকের কাঁচের বড় বোতল বা বড় কনিক্যাল ফ্লাস্ক, কর্ক, নল
- কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয়।
- প্রয়োজনীয় উপকরণ : মাপচোঙ, নিক্তি, যেকোনো আকারের ঘনবস্তু
- বরফের গলানাঙ্ক নির্ণয়।
- প্রয়োজনীয় উপকরণ : সেলসিয়াস থার্মোমিটার, বরফ, স্ট্যান্ড, বার্নার, বিকার, থামা ঘড়ি।
- পানির স্ফুটনাঙ্ক নির্ণয়।
- প্রয়োজনীয় উপকরণ : থার্মোমিটার, বার্নার, বিকার, থামা ঘড়ি।
- অবতল দপন ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি এবং প্রদর্শন।
- প্রয়োজনীয় উপকরণ : একটি অবতল দর্পণ
- উত্তল লেন্স ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি এবং প্রদর্শন।
- প্রয়োজনীয় উপকরণ : একটি উত্তল লেন্স
- বিভিন্ন ব্যক্তির চোখের স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্ব নির্ণয় ও ব্যবহার যোগ্য ক্ষমতা সনাক্তকরন।
- প্রয়োজনীয় উপকরণ : খবরের কাগজ অথবা বই, মিটার স্কেল।
- ঘর্ষন ও আবেশ প্রক্রিয়ায় অধ্যায়ন সৃষ্টি।
- প্রয়োজনীয় উপকরণ : শোলার বল, কাচ দন্ড, সিল্কের কাপড়, রাবারের টুকরা এবং একটি পরিবাহক দন্ড।
- বাসা বাড়ি উপযোগী তড়িৎ বর্তনীর নকশা প্রণয়ন এবং ব্যবহার প্রদর্শন।
- প্রয়োজনীয় উপকরণ : খাতা, কলম, পেন্সিল
0 Comments