সর্বশেষ আপডেট

6/recent/ticker-posts

Header Ads Widget

SSC Biology Practical

 

এসএসসি জীববিজ্ঞান ব্যবহারিক সিলেবাস



SSC Biology Practical Syllabus for 2020 S.S.C Examination

  1. সরল অণুবীক্ষণ যন্ত্রের পরিচিতি, গঠন এবং কার্যপ্রণালী
    • প্রয়োজনীয় উপকরণ : সরল অণুবীক্ষণ যন্ত্র
  2. যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের পরিচিতি এবং ব্যবহার
    • প্রয়োজনীয় উপকরণ : যৌগিক অণুবীক্ষণ যন্ত্র
  3. অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ (পেঁয়াজ কোষ) পর্যবেক্ষণ
    • প্রয়োজনীয় উপকরণ : পেয়াজ, ব্লেড, স্লাইড, কভার স্লিপ, ওয়াচ গ্লাস, তুলি, গ্লিসারিন ও অনুবীক্ষণ যন্ত্র
  4. অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রানিকোয় (অ্যামিবা) পর্যবেক্ষণ
    • প্রয়োজনীয় উপকরণ : অনুবীক্ষণ যন্ত্র, স্লাইড, কভার স্লিপ, ড্রপার, পেট্রিডিস, পিপেট, কাচের দন্ড, কাচের বাটি ও পানি।
  5. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতার পরীক্ষা
    • প্রয়োজনীয় উপকরণ : একদিন অন্ধকার রাখা টবে লাগানো সবুজ পাতাবিশিষ্ট একটি গাছ, কালো কাগজ, 95% ইথাইল অ্যালকোহল, ১% আয়োডিন দ্রবণ।
  6. শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা
    • প্রয়োজনীয় উপকরণ : দুটি থার্মোমিটার, ছিদ্রযুক্ত দুটি রাবার কর্ক। অঙ্কুরিত ছোলা এবং ১০০% মারকিউরিক ক্লোরাইড দবণ।
  7. কোষ থেকে কোষে অভিস্রবণের পরীক্ষা।
    • প্রয়োজনীয় উপকরণ : একখন্ড আলু, ব্লেড, পেট্রিডিস, পানি, চিনি।
  8. উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষা।
    • প্রয়োজনীয় উপকরণ : Peparomia উদ্ভিদ, বোতল, পানি ও স্যাফ্রানিন।
  9. উদ্ভিদের প্রস্বেদন পরীক্ষা।
    • প্রয়োজনীয় উপকরণ : টবসহ সতেজ ‍উদ্ভিদ, একটি কাচের বেলজার, সুতা বা ক্লিপ এবং পরিমাণমতো কিছু পানি।
  10. নিঃশ্বাসে নির্গত গ্যাসের প্রকৃতি নির্ণয়।
    • প্রয়োজনীয় উপকরণ : দুটি টেস্টটিউব, দুটি প্লাস্টিকের নল ও চুনের পানি।
  11. ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ
    • প্রয়োজনীয় উপকরণ : একটি ফুল, ব্লেড, চিমটা, ব্লটিং পেপার।
  12. ফুলের গর্ভাশয় এর প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ।
    • প্রয়োজনীয় উপকরণ : একটি ফুল, ব্লেড, চিমটা, ব্লটিং পেপার
  13. আলো – অন্ধকারাছন্ন স্থানে রক্ষিত উদ্ভিদের চলন পর্যবেক্ষণ (আলোক দিকমুখিতা পরীক্ষা)।
    • প্রয়োজনীয় উপকরণ : টবে লাগানো একটি চারাগাছ, অন্ধকারাচ্ছন্ন বাক্স।
  14. অঙ্কুরিত ছোলা বীজের সাহায্যে মূলের ভূ-অভিমুখী চলন পরীক্ষা।
    • প্রয়োজনীয় উপকরণ : অঙ্কুরিত ছোলা বীজ, একটি চালনি।
  15. বিশ্রাম ও শরীরচর্চা এর পর রক্তচাপ ও পালস রেটের তুলনা (৩ জন ব্যক্তি)।
    • প্রয়োজনীয় উপকরণ : থামা ঘড়ি, বিপি পরিমাপক যন্ত্র (স্ফিগমোম্যানোমিটার ও স্টেথোস্কোপ)।
  16. মানব বৃক্ক ও নেফ্রনের চিত্র অংকন ও চিহ্নিতকরণ।
  17. মানব কঙ্কালের বিভিন্ন অংশের চিত্র অংকন ও চিহ্নিত করণ।

Post a Comment

0 Comments