এসএসসি রসায়ন ব্যবহারিক সিলেবাস
- বিভিন্ন তাপমাত্রার কঠিন ও তরল পদার্থ কনার ব্যাপন হার পরীক্ষা।
- প্রয়োজনীয় উপকরন: বিকার ৪ টি, তারজালি, ত্রিপদী স্ট্যান্ড, বার্নার, পানি বরফ, স্টপ ওয়াচ
- উর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে মিশ্রন থেকে দুটি উপাদানকে পৃথকীকরন ।
- প্রয়োজনীয় উপকরন: বিকার, ওয়াচগ্লাস, বার্নার, বরফকুচি, পরীক্ষণীয় মিশ্রণ।
- ধাতব কার্বনেট যৌগের সাথে লঘু এসিডের বিক্রিয়ার উৎপান্ন গ্যাস সনাক্ত করন।
- প্রয়োজনীয় উপকরন: একটি উলফ বোতল, একটি থিসল ফানেল, দ্রবার সমকোণ বাঁকানো একটি নির্গম নল, ঢাকনাযুক্ত কয়েকটি গ্যাস জার, ছিদ্রযুক্ত ছিপি, ধাতব কার্বনেট হিসেবে চুনাপাথরের টুকরা, লঘু হাইড্রোক্লোরিক এসিড।
- বর্তনী গঠন করে আয়নিক যৌগের দ্রবনের বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা।
- প্রয়োজনীয় উপকরন: একটি পাত্র বা বিকার, কপার তার, ব্যাটারি, টর্চ বাল্ব, সুইচ, গ্রাফাইট দন্ড, সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ।
- সোডিয়াম ক্লোরাইড লবনের কেলাস গঠন।
- প্রয়োজনীয় উপকরন: বিকার 2 টি, ফানেল, গ্লাস রড, বেসিন, ত্রিপদী স্ট্যান্ড, বার্নার, সোডিয়াম ক্লোরাইড, পাতিত পানি।
- দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমযোজী যৌগ সনাক্ত করন।
- প্রয়োজনীয় উপকরন: দুটি পাত্র বা বিকার, কপার তার, ব্যাটারি, টর্চ বাল্ব, সুইচ।
- নিদিষ্ট ঘনমাত্রায় মোলার দ্রবন প্রস্তুতি।
- প্রয়োজনীয় উপকরন: 250 মিলি আয়তনিক ফ্লাস্ক, ফানেল, ওজন বোতল, রাসায়নিক নিক্তি, ওয়াশ বোতল, অনাদ্র Na2CO3 ও পানি।
- তুঁতের মধ্যে কেলাস পানির উপস্থিতি ও তার পরিমান প্রমান।
- প্রয়োজনীয় উপকরন: তুঁতে, নিক্তি, সিরামিক পোরসেলিন, তারজালি, ত্রিপদী স্ট্যান্ড, ক্রুসিবল, বার্নার/স্পিরিট ল্যাম্প।
- কার্বনেট লবনের সাথে পানি ও এসিড মিশ্রিত করে বিক্রিয়ার হার পরীক্ষা।
- প্রয়োজনীয় উপকরন: Na2CO3, ভিনেগার, শীতল ও গরম পানি, লঘু HCl দ্রবণে চারটি টেস্টটিউব।
- বিকার ড্রপার পিপেট পরিমাপ সিলিন্ডার, লিটমাস পেপার /ঐ পেপারের ব্যবহারের মাধ্যমে নিদিষ্ট আয়তনের এসিডের আয়তন নির্ণয়।
- প্রয়োজনীয় উপকরন: 0.1 মোলার HCl দ্রবণ, 0.1 মোলার Na2CO3 দ্রবণ 0.2 মোলার Na2CO3 দ্রবণ, লিটমাস পেপার, pH পেপার, বিকার, কাপন সিলিন্ডার ও ড্রপার বা ব্যুরেট।
- গ্যালভানিক কোষ গঠন করে বিদ্যুৎ উৎপাদন।
- প্রয়োজনীয় উপকরন: দুটি পাত্র, কপার তার, টর্চ বাল্ব, জিংক অ্যানোড, কপার ক্যাথোড, লবণ সেতু, জিংক সালফেট দ্রবণ, কপার সালফেট দ্রবণ।
- দুটি জানা লবনের দ্রবনে সোডিয়াম হাইড্রক্সাই যোগ করে পরিবর্তন পর্যবেক্ষন।
- প্রয়োজনীয় উপকরন: দুটি টেস্ট টিউব, সোডিয়াম হাইড্রক্সাইড এর দ্রবণ, ক্যালসিয়াম নাইট্রেট এর দ্রবণ, জিংক নাইট্রেট এর দ্রবণ।
- লিটমাস পেপার (থ্রি পি এইচ) ব্যবহার করে সরবরাহকৃত খাদ্য থেকে অম্লীয় ও ক্ষারীয খাদ্যের তালিকা প্রণয়ন।
- প্রয়োজনীয় উপকরন: সরবরাহকৃত খাদ্যদ্রব্য, লিটমাস পেপার, PH পেপার।
- অ্যামোনিয়াম লবনের সাথে ক্ষারের বিক্রিয়ার পরিবর্তন পর্যবেক্ষন।
- প্রয়োজনীয় উপকরন: একটি তাপসহ কাচনল, কয়েকটি গ্যাসজার, সমকোণে বাঁকানো একটি নির্গম নল, দুটি আধারদন্ড, ধারক, বুনসেন দীপ, কর্ক, মর্টার, পরীক্ষানল।
- প্রয়োজনীয় উপকরন ব্যবহার করে সাবান প্রস্তুতি।
- প্রয়োজনীয় উপকরন: বিকার 2 টি, ত্রিপদী স্ট্যান্ড, তারজালি, বুখনার ফানেল, ফিল্টার পেপার, শোয়ণ পাম্প (পানি চালিত), নারিকেল বা অন্য কোনো তৈল, কস্টিক সোডা, লবণ।
0 Comments