সর্বশেষ আপডেট

6/recent/ticker-posts

Header Ads Widget

SSC Chemistry Practical

 

এসএসসি রসায়ন ব্যবহারিক সিলেবাস





  1. বিভিন্ন তাপমাত্রার কঠিন ও তরল পদার্থ কনার ব্যাপন হার পরীক্ষা।
    • প্রয়োজনীয় ‍উপকরন: বিকার ৪ টি, তারজালি, ত্রিপদী স্ট্যান্ড, বার্নার, পানি বরফ, স্টপ ওয়াচ
  2. উর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে মিশ্রন থেকে দুটি উপাদানকে পৃথকীকরন ।
    • প্রয়োজনীয় ‍উপকরন: বিকার, ওয়াচগ্লাস, বার্নার, বরফকুচি, পরীক্ষণীয় মিশ্রণ।
  3. ধাতব কার্বনেট যৌগের সাথে লঘু এসিডের বিক্রিয়ার উৎপান্ন গ্যাস সনাক্ত করন।
    • প্রয়োজনীয় ‍উপকরন: একটি উলফ বোতল, একটি থিসল ফানেল, দ্রবার সমকোণ বাঁকানো একটি নির্গম নল, ঢাকনাযুক্ত কয়েকটি গ্যাস জার, ছিদ্রযুক্ত ছিপি, ধাতব কার্বনেট হিসেবে চুনাপাথরের টুকরা, লঘু হাইড্রোক্লোরিক এসিড।
  4. বর্তনী গঠন করে আয়নিক যৌগের দ্রবনের বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা।
    • প্রয়োজনীয় ‍উপকরন: একটি পাত্র বা বিকার, কপার তার, ব্যাটারি, টর্চ বাল্ব, সুইচ, গ্রাফাইট দন্ড, সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ।
  5. সোডিয়াম ক্লোরাইড লবনের কেলাস গঠন।
    • প্রয়োজনীয় ‍উপকরন: বিকার 2 টি, ফানেল, গ্লাস রড, বেসিন, ত্রিপদী স্ট্যান্ড, বার্নার, সোডিয়াম ক্লোরাইড, পাতিত পানি।
  6. দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমযোজী যৌগ সনাক্ত করন।
    • প্রয়োজনীয় ‍উপকরন: দুটি পাত্র বা বিকার, কপার তার, ব্যাটারি, টর্চ বাল্ব, সুইচ।
  7. নিদিষ্ট ঘনমাত্রায় মোলার দ্রবন প্রস্তুতি।
    • প্রয়োজনীয় ‍উপকরন: 250 মিলি আয়তনিক ফ্লাস্ক, ফানেল, ওজন বোতল, রাসায়নিক নিক্তি, ওয়াশ বোতল, অনাদ্র Na2CO3 ও পানি।
  8. তুঁতের  মধ্যে কেলাস পানির উপস্থিতি ও তার পরিমান প্রমান।
    • প্রয়োজনীয় ‍উপকরন: তুঁতে, নিক্তি, সিরামিক পোরসেলিন, তারজালি, ত্রিপদী স্ট্যান্ড, ক্রুসিবল, বার্নার/স্পিরিট ল্যাম্প।
  9. কার্বনেট লবনের সাথে পানি ও এসিড মিশ্রিত করে বিক্রিয়ার হার পরীক্ষা।
    • প্রয়োজনীয় ‍উপকরন: Na2CO3, ভিনেগার, শীতল ও গরম পানি, লঘু HCl দ্রবণে চারটি টেস্টটিউব।
  10. বিকার ড্রপার পিপেট পরিমাপ সিলিন্ডার, লিটমাস পেপার /ঐ পেপারের ব্যবহারের মাধ্যমে নিদিষ্ট আয়তনের এসিডের আয়তন নির্ণয়।
    • প্রয়োজনীয় ‍উপকরন: 0.1 মোলার HCl দ্রবণ, 0.1 মোলার Na2CO3 দ্রবণ 0.2 মোলার Na2CO3 দ্রবণ, লিটমাস পেপার, pH পেপার, বিকার, কাপন সিলিন্ডার ও ড্রপার বা ব্যুরেট।
  11. গ্যালভানিক কোষ গঠন করে বিদ্যুৎ উৎপাদন।
    • প্রয়োজনীয় ‍উপকরন: দুটি পাত্র, কপার তার, টর্চ বাল্ব, জিংক অ্যানোড, কপার ক্যাথোড, লবণ সেতু, জিংক সালফেট দ্রবণ, কপার সালফেট দ্রবণ।
  12. দুটি জানা লবনের দ্রবনে সোডিয়াম হাইড্রক্সাই যোগ করে পরিবর্তন পর্যবেক্ষন।
    • প্রয়োজনীয় ‍উপকরন: দুটি টেস্ট টিউব, সোডিয়াম হাইড্রক্সাইড এর দ্রবণ, ক্যালসিয়াম নাইট্রেট এর দ্রবণ, জিংক নাইট্রেট এর দ্রবণ।
  13. লিটমাস পেপার (থ্রি পি এইচ)  ব্যবহার করে সরবরাহকৃত খাদ্য থেকে অম্লীয় ও ক্ষারীয খাদ্যের তালিকা প্রণয়ন।
    • প্রয়োজনীয় ‍উপকরন: সরবরাহকৃত খাদ্যদ্রব্য, লিটমাস পেপার, PH পেপার।
  14. অ্যামোনিয়াম লবনের সাথে ক্ষারের বিক্রিয়ার পরিবর্তন পর্যবেক্ষন।
    • প্রয়োজনীয় ‍উপকরন: একটি তাপসহ কাচনল, কয়েকটি গ্যাসজার, সমকোণে বাঁকানো একটি নির্গম নল, দুটি আধারদন্ড, ধারক, বুনসেন দীপ, কর্ক, মর্টার, পরীক্ষানল।
  15. প্রয়োজনীয় উপকরন ব্যবহার করে সাবান প্রস্তুতি।
    • প্রয়োজনীয় ‍উপকরন: বিকার 2 টি, ত্রিপদী স্ট্যান্ড, তারজালি, বুখনার ফানেল, ফিল্টার পেপার, শোয়ণ পাম্প (পানি চালিত), নারিকেল বা অন্য কোনো তৈল, কস্টিক সোডা, লবণ।

Post a Comment

0 Comments