অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ (পেঁয়াজ) পর্যবেক্ষণ
তত্ত: যে সকল কোষে কোষ প্রাচীর, কোষ আবরণী, সাইটোপ্লাজম ও সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস বিদ্যমান
থাকে তাকে উদ্ভিদ কোষ বলা হয়।
প্রয়োজনীয় উপকরণ : পেয়াজ, ব্লেড, স্লাইড, কভার স্লিপ, চিমটা, ওয়াচ গ্লাস, তুলি, গ্লিসারিন ও অনুবীক্ষণ যন্ত্র
কাজের ধারা : প্রথমে পেঁয়াজ হতে শুকনো খোসাগুলো আলাদা করে নিতে হবে। এরপর খোসা আলাদা করার পর যে অংশ থাকে সেখান হতে
একটি স্ফীত এবং রসালো শল্কপত্র নিতে হবে। এবার ব্লেড দিয়ে শল্কপত্রের উপরিভাগ হতে সামান্য ত্বকের স্তর কেঁটে চিমটার সাহায্যে ওয়াস গ্লাসে পূর্বে রক্ষিত পানিতে রাখিতে হবে। কিছুক্ষণ পর তুলির সাহায্যে ওয়াচ গ্লাসের পানি হতে ত্বকের স্তর তুলে একটি পরিস্কার স্লাইডের উপর রাখতে হবে। এবার ত্বকের স্তরের উপর এক ফোঁটা গ্লিসারিন যোগ করে তার উপর সতর্কতার সাথে কভার স্লিপ রাখতে হবে।
পর্যবেক্ষণ : যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের নিম্ন ক্ষমতাসম্পন্ন অভিলক্ষ দিয়ে কোষগুলো দেখুন। এতে আয়তাকার, পাতলা প্রাচীরযুক্ত কোষ দেখতে পাবেন। উচ্চ ক্ষমতাসম্পন্ন অভিলক্ষ দিয়ে প্রতিটি কোষে কোষ প্রাচীরের কাছাকাছি সাইটোপ্লাজমে নিউক্লিয়াস, বড় কোষ গহবর ও প্লাস্টিড (ক্লোরোপ্লাস্ট) দেখা যাবে। এরপর যে সকল বৈশিষ্ট্যগুলো দেখলেন তা খাতায় এঁকে চিহ্নিত করতে হবে।
1 Comments
thank you very much....
ReplyDelete